ভালো মন্দ সকল কাজেই
প্রতিদ্বন্দ্বিতা অবশ্যম্ভাবী
ওই যুদ্ধ জয় কঠিন লড়াই
অন্তরে চাই স্বচ্ছ দাবি।
মন্দ কাজ গায়ের জোরে
প্রাণের আকুতি থাকে নারে;
হয়তো জেতা হয়তো হারা
জুয়া খেলা জীবন ঘিরে।
ভালো কাজ সত্যের বাণী
আনে প্রাণে আবেগ টানি;
মিথ্যারা হারে সত্যরা জেতে
এই জগতে সবাই জানি।
ইচ্ছারা হারে মন্দ কাজে
ভালো ইচ্ছা জয়ী হবে;
ভালো-মন্দ বেঁচে আছে
এমনি করে এই ভবে।
২ রা আশ্বিন, ১৪৩০,
ইং ২০/০৯/২০২৩,
বুধবার সকাল ৮:৩৬। ২১৩৫, ১৯/৭৮, ২১/০৯/২০২৩।