ভস্মে ঘি ঢেলে
আস্তিকরা আনন্দ পায়;
মানুষকে সাহায্য করতে
তাদের নাই কোন দায়।

আঁধারকে বিশ্বাস করে
খরচ করে কত;
নিরন্নকে অন্ন দিতে
দেখে বাধা যত।

লেখাপড়া শিখে আমরা
জ্ঞানী হতে চাই;
বিবেক বুদ্ধি সব হারিয়ে
কোন মোক্ষ পাই।

ব্যক্তি স্বার্থে ভাওতাবাজি
দেশের মানুষরাই করে;
শাসক তাদের ইন্ধন যোগায়
ক্ষমতার অপব্যবহারে।

বুদ্ধ বলেছিল ঈশ্বর নাই
তবুও ঈশ্বর খোঁজা;
অন্ধকারে হাতরে মরে
ওই শাসকের প্রজা।

মন্দির মসজিদ গির্জায়
যে ধনরত্ন আছে;
ভোগ করে স্বার্থান্বেষীরা
লাগেনা মানুষের কাজে।

৩রা অগ্রাহায়ন, ১৪৩১,
ইং ১৯/১১/২০২৪,
মঙ্গলবার বিকেল ৪:২২। ২৫৬১,২৩/১৪২,
২২/১১/২০২৪।