ভাষা দিবসে বাংলায় লালিত
বাঙালির মনের কথা;
হৃদয়ের টানে ঐ উচ্ছল বাণে
প্রকাশিছে মনের ব্যথা।
লালন, জীবন, রবির কিরণ
মাইকেল নজরুল এসে;
আঁধার সরিয়ে জীবন ভরিয়ে
এনেছে সকল বশে।
কবরের ধ্বনি জসিমউদ্দিন আনি
ঝরায়েছে অশ্রু চোখে;
যত দুঃখের কথা নয় অন্যথা
প্রচলিত মুখে মুখে।
সুকান্ত সুকুমার সুফিয়া কামাল
হৃদয়ে জাগ্রত সদা;
দ্বিজেন, রজনী, অতুলও সজনী
উন্নত করেছে মাথা।
আমরা যারা করি সাহিত্য সাধনা
মনে রাখিতে হবে;
যেন চেতনার দ্বার খুলে দিতে পারি
ফুল হয়ে ফুটে রবে।
৬ই ফাল্গুন, ১৪৩০,
ইং ১৯/০২/২০২৪,
সোমবার বিকেল ৪:৪০। ২২৮৫, ২০/১১৫,২১/০২/২০২৪।