অতীতকে ফেলে বর্তমানকে নিয়ে
ভবিষ্যতের পথে ছোটা;
হয়ে ধনবান পেয়ে মানুষের দান
তাই ফুলের মত ফোটা।
রঞ্জিত রঙে মানুষের ঢঙে
ঐ আনন্দ করো সবে;
উৎফুল্ল হৃদয় হবেই সদয়
ভালোবাসা মিলিবে তবে।
জীবনের ধন পরম আপন
হারালে পাবেনা কোথা;
অখণ্ড জীবন বৃত্ত, নয় ভৃত্য
মানে না কোন ব্যথা।
উল্কার মতো ওই ছুটেছে যত
হারায়ে যায় অনন্তে;
ক্ষণিক সময় আলো বিলায়
ছোটে বেলা পড়ন্তে।
শুভেচ্ছায় ভরা আনন্দের ধরা
ভালোবাসায় মেলে সব;
আপনারে নিয়ে আনন্দে হিয়ে
করে সেই কলরব।
২১শে অগ্রহায়ণ,১৪৩০,
ইং ০৮/১২/২০২৩,
শুক্রবার দুপুর ১২:২৩। ২২৪১, ২০/০৭, ০৮/০১/২০২৪।