ভাবি যারে বারে বারে
কাছে পেতে চাই;
নেয় নাতো আপন করে
কোথা পাই ঠাঁই?
ভালোবাসার আশা যত
কিছু নাহি পাই;
ওই মরমে মরছি আমি
বল কোথায় যাই?
একা থাকি বসে নিরালায়
মন বড় চঞ্চল;
সেই আশাহত ব্যাথা নিয়ে
বুঝি ভালো বনাঞ্চল।
তাই ভালোবাসি সবুজ পাতা
আর ভালোবাসি ফুল;
কভু ওই তারা দেয় না ব্যথা
বোঝে নাতো ভুল।
১৯শে ফাল্গুন,১৪৩০,
ইং ০৩/০৩/২০২৪,
রবিবার সকাল ৭:১০। ২২৯৯, ২০/১৩৫, ০৬/০৩/২০২৪।