যারা ছিল বড় কাছের মানুষ
তাঁরাই গেল চলে;
যাবার সময় রেখে অন্ধকারে
যায়নি কিছু বলে।
হয়তো বলার ছিল অনেক কিছু
বলতে পারেনি;
সেই সুখের কথা দুখের কথা
প্রকাশ পেল কি?
সেই কথাগুলো নিজের মতো
নানান ভাবে আসে;
প্রাণের মাঝে দখিন হাওয়ায়
সবুজ আলোয় ভাসে।
আর পাবোনা ফিরে তাঁদের
অশ্রু ঝড়ে চোখে;
আমিও একদিন যাব চলে
দীপ্ত আলোয় সুখে।
থাকবে যারা ভাববে তারা
সুখের দিনের কথা;
শূন্য আসন দেখলে পরে
মোচড় দেবে ব্যথা।
ব্যথাই তাঁদের শিখিয়ে দেবে
ভালোবাসার রূপ;
তুলসী তলায় জ্বালবে বাতি
সাথে সুগন্ধি ধুপ।
চোখের কোনে অশ্রু বিন্দু
আসবে ক্রমে নেমে;
ভালোবাসার এমনি ধারা
যাবেনা কভু থেমে।
৯ই চৈত্র, ১৪৩০,
ইং ২৩/০৩/২০২৪,
শনিবার বেলা ৯:৫৩। ২৩১৭, ২০/১৬৪, ২৪/০৩/২০২৪।