কালো বলে দূরে ঠেলি
চকচকে সোনা নয়;
সে নিজেরে শ্রেষ্ঠভাবে
অন্তরে অহম বোধরয়।

ওই ঝাড়ুদার পাখি কাক
রাস্তাঘাট করে পরিষ্কার;
সমাজকে সুস্থ রাখে
সব দায় যেন তার।

সুন্দর পাখি ময়না টিয়া
থাকে সোনার খাঁচায় বসে
এই মানুষেরা তাকেই দেখে
আনন্দে মিটি মিটি হাসে।

ভালো মন্দের বিচার ছেড়ে
কেমনে বাঁচে মানুষ?
কাল ক্রমে বুঝতে পারে
ফেরে যখন হুশ।

ক্ষতি যাহা হয়েই যায়
বুঝতে পারে শেষে
আপন পর হয়ে গেলে
অথৈ জলে ভাসে।

৬ই পৌষ, ১৪৩১,
ইং ২২/১২/২০২৪,
রবিবার দুপুর ১২:৫০।