ভালো বলল মন্দ রে ভাই
চল না ঘুরে আসি;
ভালোবাসার ছোঁয়ায় মন্দর
যদি মুখে ফোটে হাসি।
মন্দ ভাবনা ভাবতে ভাবতে
মন্দর দিন যায় কেটে;
ভালো ভাবনা কেমনে আসবে
ওই সকল কিছু ছেঁটে।
শুনে রাজি হলো মন্দ এবার
সে ভালোর সাথে যাবে;
আর ভালোর সাথে মিলেমিশে
মন্দ একটু ভালো হবে।
বাসবে ভালো সবাই তারে
মন্দ বলবেনা আর কেউ;
মুখ লুকিয়ে হবে না থাকতে
লাগল বুকে ভালোবাসার ঢেউ।
ওই হাসি খুশি ভালো আর মন্দ
আনন্দে চলছে হেটে পথে;
নানান ভাবনা নানান কথা
পুরা বলছে আপন মতে।
খারাপ সকল ছেড়ে ভালো
ওই মন্দরে সব শেখায়;
মন্দ ভাবে এমন ভাবনা
বুঝি সত্যের পথ দেখায়।
মন্দ ভাবনা করবে না আর
মন্দের মনের ভাবনা তাহা;
শীতল হাওয়ার পরশে পেয়ে
সে বলছে মুখে আহা!
গভীর খাদের কিনারায় এসে
ঐ ভাবছে মন্দ এবার;
যাক পড়ে যাক ভালো হোথায়
নাই কিছু মোর দেবার।
সেই মন্দ এবার নগ্ন হলো
বিচিত্র এই জগতের কাছে;
ভালো যে সে ভালোই থাকে
ওই সবার মঙ্গল যাচে।
১৪ই ফাল্গুন,১৪৩০,
ইং ২৭/০২/২০২৪,
মঙ্গলবার সকাল ১০:১২। ২৩২০, ২০/১৭৬, ২৮/০৩/২০২৪।