ভক্তির মুক্তি বিশ্বাসে মেলে
দর্শনে তাহা নয়;
গল্পের গরু গাছে ওঠে ভাই
বিশ্বাসের হয় জয়।
কোন্ দেবদেবী উপকার করেছে
আছে কি প্রমান তার?
বিশ্বাসরূপী ওই আফিমের নেশায়
কাটে কি হৃদয় ভার?
আমি মরি মরি দুঃখ নাই হরি
অন্যকে মারিবো কেন?
ধর্ম অন্ধতা এমনই জিনিস ঐ
বুঝিয়াও বোঝেনা যেন।
সেই অন্ধকারের ঘন জঙ্গলে
হিংস্র পশুর বাস;
আর ধর্মীয় মৌলবাদের প্রচার
ঐ করছে সর্বনাশ।
রবির চেতনায় উচ্ছল হোক
বারিন্দ্র ভূমির মাটি;
বিশ্বাস ছেড়ে সত্যের পথে
ওই বাস্তব হউক খাঁটি।
২২শে আষাঢ়২৪৩১,
ইং ০৭/০৭/২০২৪,
রবিবার অপরাহ্ন ২:১৫।২৪২৪,২১/১৯৬,
৮/০৭/২০২৪।