ভাগ্য সে যে হঠাৎ পাওয়া
আনন্দেতে গান গাওয়া।
হারিয়ে যাওয়ার ভয়টা থাকে
যেমন হারাই আমরা মাকে।

ছোট্ট জীবন ছোট্ট কথা
হারিয়ে যাওয়ায় থাকে ব্যাথা।
সুখের চাইতে দুঃখ বেশী
কান্নার মাঝে তাইতো হাসি।

হঠাৎ হঠাৎ সকল কিছু
মুহূর্তগুলো ছুটছে পিছু।
কান্না হাসির দিনগুলো ওই
যেন ধান থেকে ফুটছে খৈ।

শীতল হাওয়ায় জলের ছোঁয়ায়
ধামার খৈ একটু হয়।।
এ যেন কোন মন্ত্র বলে
অবস্থান ওই রূপকে চলে।

৬ই আষাঢ়,১৪৩১,
ইং ২১/০৬/২০২৪
শনিবার সকাল ৯:০৩।২৪০৮,২১/১৪৯,
২৩/০৬/২০২৪।