মনন যদি না পায় সোপান
মেলবে পাখা কোথা?
ওই অজানাকে জানার জন্য
রইবে প্রাণে ব্যথা।
ভাবনা যদি বাস্তব না হয়
ভেবে লাভটা হবে কি ?
হবে শক্তি ক্ষয় আয়ু ক্ষয়
কেন চিন্তায় আনোনি?
ব্যক্তি স্বার্থে ভাবলে পরে
যায় না দুঃখ মোটে;
সবুজ ঘাস নাথাকলে মাঠে
গরু চড়বে কেন গোঠে?
না বাজলে বাঁশি রাখালের
মাতবে না তো কেউ;
খাঁ খাঁ করবে ওই চারিধার
উঠবেনা আনন্দের ঢেউ।
৩রা কার্তিক,১৪৩০,
ইং ২১/১০/২০২৩,
শনিবার বেলা ১০:১৬। ২১৭৩, ১৯/২০২, ৩১/১০/২০২৩।