ভাবনা মানুষের নানান প্রকার
ভালো মন্দ মিলিয়ে;
মন্দ ভাবনায় সমাজের ক্ষতি
ভালোয় দাও বিলিয়ে।

ব্যক্তি ভালয় হবে ক্ষুদ্র কর্ম
এই মহাবিশ্বের তুলনায়;
সব ক্ষুদ্র ভালো এক করে
হবে পরিচয় আপনায়।

যদি মন্দ ছেড়ে ভালো ধরে
সবাই ভাবতে পারতো;
সমান হতো এই মানব সমাজ
থাকতো না এত গর্ত।

ছোট বড় আর ধনী-গরীব
সবই ব্যক্তি ভাবনার ফল;
মননে সুসংহত ভাবনা এলে
এই সমাজ হতো উজ্জ্বল।

৭ই অগ্রাহায়ন, ১৪৩১
ইং ২৩/১১/২০২৪,
শনিবার সকাল ৯:৪৫।২৫৬৩, ২৩/১৪৮,
২৪/১১/২০২৪।