যখন চোখ বুজে ভাবো তুমি
আর আসল সত্য খোঁজো
থাকেনা কেউ তোমার পাশে
সেই কথাটা বোঝো।
যখন নীরব নিথর দেহে
থাকো ডুবে কোন মোহে।
আর গভীর আঁধার ঘরে
চেতনাই আলো তুলে ধরে।
চেতনাবিহীন ভাবনার বীণ
মূল্য কোথায় বলো?
মনের ব্যথা, বুঝে সেই কথা
সত্যের পথে চল।
৭ই বৈশাখ, ১৪৩১,
ইং ২০/০৪/২০২৪,
শনিবার বেলা ১২:০৫। ২৩৪৭,২১/১৪, ২৩/০৪/২০২৪।