আমি যখন সকাল বেলায়
প্রথম সূর্যের আলোর পরশে
চোখমেলে তাকালাম বাগানের ফুলের দিকে
অপূর্ব সৌন্দর্য রাশি আমার হৃদয় ছুঁয়ে গেল
তখন বুঝতে পারলাম আমি বেঁচে আছি।

বেঁচে থাকায় কি যে আনন্দ
জীবন উপভোগ করে সেই সুগন্ধ।
আমরা যখন সবাই হারিয়ে যাব
ওই সেই মৃত্যুর গভীর অন্ধকারে
থাকবে না আর চাওয়া পাওয়া
থাকবে না সেই হৃদয়ের ছোঁয়া
যাকে সবাই অমোঘ মরণ বলে।

হিংসা লোভ বিদ্বেষ নিয়ে
কেউ কি বলো বাঁচতে পারে?
মৃত্যু তাকে জড়িয়ে ধরে
ওই সেই গভীর অন্ধকারে।

সবাই জীবনকে তাই ভালোবাসে
আপন করে রূপে রসে।
মৃত্যু রূপে সেই অন্ধকার
আলোকে যে ঢাকতে বলে।

১৮ই জৈষ্ঠ, ১৪৩১,
ইং ০১/০৬/২০২৪,
শনিবার বেলা ১১:২৪। ২৩৮৭, ২১/১০৯,
০২/০৬/২০২৪।