বর্তমান ও বাস্তব সম্মুখ এলো
দেশ বুঝি হলো এলোমেলো।
বিবেকের দংশন বড় ব্যথা সেই
তপ্ত বালিতে ভাজে দেখো খই।
আর খৈ জলে ভিজে গেলে
থাকে না তো কিছু;
দেশের স্বার্থ বিসর্জন দিয়ে
ছোটে বিদেশীর পিছু।
এদের স্বদেশ বিদেশ হয়
আর ভৃত্য রূপে বাঁচে;
ওই নোবেল পুরস্কার পাওয়া
সাথে প্রমাণ তো আছে।
দালাল কি হালাল হয়?
বুঝতে পারে মনুষ্যত্ববোধ;
জাতির সার্বিক চেতনাই পারে
করতে তাহা রোধ।
ক্ষুরধার লেখনীর হোক বড় জয়
যাবে কেটে জাতির বিপদের ভয়।
আজও দেখি ওই প্রভাতের ভোরে
শহীদের স্মৃতিসৌধ ঝলমল করে।
১০ই কার্তিক, ১৪৩১,
ইং ২৭/১০/২০২৪,
রবিবার বেলা ১১:৪২। ২৫৩৬, ২৩/৭৮,
২৮/১০/২০২৪।