বরফের দেশে হাওয়ায় ভেসে
পরীরা উড়ে যায়;
দেখছে যারা আনন্দে আত্ম হারা
গরম পোশাক গায়।
গরিব যারা কি পায় তাঁরা?
কষ্টের সীমা নাই;
কিবা বসন্ত কি-ই বা শীত
কৃষ্ণ হারা রাই।
দু-মুঠো অন্ন জোটে না তাঁদের
গরিবেরা কষ্ট পায়;
প্রকৃতির এটা কেমন নৃশংসতা
জীবন কেমনে ধায়?
সম্পদের ভারসাম্য হারায়ে মানুষ
বুকেতে পাথর বাঁধে;
সেই কষ্টের কথা বলবে কোথায়?
ঘরে বসে তাই কাঁদে।
৪ঠা ফাল্গুন, ১৪৩০
ইং ১৭/০২/২০২৪,
শনিবার রাত ১১:৪২। ২২৮৩, ২০/১১৩, ১৯/০২/২০২৪।