আমাদের বড় দাদা তুমি ছিলে
সবাই বুকে পেয়েছিলাম ঠাঁই;
কোথায় তুমি চলে গেলে
আজ খুঁজে নাহি পাই।
চলে গেলে আঠাশে ফেব্রুয়ারি
ওই সবার চোখের অন্তরালে;
নবদ্বীপের মহাশ্মশানে চিতাভস্ম
ভাসালাম পবিত্র গঙ্গার জলে।
বৌদিও গেল চলে তোমার আগে
খালি করে তোমার পাশের আসন;
কাঁদো নাই তুমি ঝরে নাই আঁখি
ছিল শুধু পরিপাটি অঙ্গের বসন।
অন্তরের ব্যথা তোমার চুষে নিল
সেই বেঁচে থাকার জীবনের রস;
আর আমরাও হারালাম তোমায়
ফাঁকা লাগে কষ্ট হয় নিতে ঐ শ্বাস।
২২শে ফাল্গুন, ১৪৩০,
ইং ০৬/০৩/২০২৪,
বুধবার রাত ৯:০৭। ২৩০০, ২০/১৩৬ ০৭/০৩/২০২৪।