ছিল মুজিব তাই বাংলা
স্বাধীন রাষ্ট্র বাঙালির;
নাহলে ক্ষমতা লোভী ইউনুস
হতো বর্বর পাকিস্তানি।

আমরা গর্বে গর্বিত আজ
বাংলা আমার দেশ;
মায়ের ভাষা মধুর ভাষা
রেখেছে শ্রেষ্ঠত্বের রেশ।

আমার ভাইয়ের রক্তদানের
ওই একুশে ফেব্রুয়ারি;
বিশ্ব পেল মাতৃভাষা দিবস
রাষ্ট্রসংঘ করল তা জারি।

মা এবং মাতৃভাষার মূল্য
ইউনুসের কাছে নাই;
দালাল রূপী রাজাকার ও
দয়ায় পেয়েছিল ঠাঁই।

দিন যে ওর শেষের পথে
বুঝে গেছে আজ;
ছাড়তে-ই হবে গদি তার
এটাই দুর্বৃত্তের লাজ।

২৭শে ফাল্গুন, ১৪৩১,
ইং ১২/০৩/২০২৫,
বুধবার সন্ধ্যা ৫:৩০। ২৬৭১,
২৫/১৬, ১৩/০৩/২০২৫