নোবেলের ভাবনা ভেবে কাজ নেই
অ্যাকাডেমিতেই কাত;
বাংলা সাহিত্যের এলো বুঝি মৃত্যু দিন
সামনে গভীর রাত।
সাহিত্য সাধনার ওই নবীন প্রবীণ
ঘুমিয়ে রবে সবাই?
বাঙালি হিসেবে সবাই আমরা দায়বদ্ধ
এই কথাটা ভাবাই।
আমাদের মায়ের ভাষা মধুর ভাষা
হলো কলঙ্কিত আজ;
তার সন্তানরা যদি ঘুমিয়ে থাকে
চলবে এই কলঙ্কময় রাজ।
২রা পৌষ, ১৪৩০,
ইং ১৯/১২/২০২৩,
মঙ্গলবার সকাল ১০:১৬।২২২৩, ২০/২২, ২০/১২/২০২৩,