ঈশ্বর বিশ্বাস করি না যারা
আসো ছুটে আসো;
আমাদের ঈশ্বর বিদ্যাসাগর
তাঁর স্মরণে ভাসো।

মানুষ ঈশ্বর বাঙালির বিশ্বেশ্বর
আজ তাঁর জন্মদিন;
তাঁর দর্শিত পথেই আমরা
শোধিব সকল ঋণ।

ফুল মালায় আর শ্রদ্ধায় বরি
নতজানু হয়ে তাঁরে;
বাঙালির ঈশ্বর বাঙালির ভগবান
ভাষা মধুর ওরে।

মায়ের ভাষার বর্ণ পরিচয়
শিখায়েছে লেখাপড়া;
বাংলা ও বাঙালি পারে না
বাঁচতে তাঁরে ছাড়া?

৯ই আশ্বিন, ১৪৩১,
ইং ২৬/০৯/২০২৪,
বৃহস্পতিবার সকাল ১০:৫২। ২৫০৫, ২৩/০০২
২৭/০৯/২০২৪।