বাংলাদেশ আবার পাকিস্তান হবে
ভাবতে খারাপ লাগে;
বাংলাভাষী আবার উর্দুভাষী হবে
কোন স্বাধীনতা মেগে?

কোটা আন্দোলন, গোটা আন্দোলন,
স্বার্থের পরিকল্পনা ছিল;
আঁধার ঘরের সেই মিথ্যা পরিকল্পনা
শান্তিরনোবেল পেলো।

সত্য সে যে চিরন্তন
হার মানে না কভু;
মিথ্যা শত চেষ্টা করেও
পায় না জয় তবু।

বাঙালির এবার ভাবার সময়
থেকোনা আঁধারে কেউ;
জন্ম মৃত্যুর এই খেলাঘরে
লাগবেই আলোর ঢেউ।

বিশ্বজুড়ে ধর্মরূপী ওই মতবাদ
মায়ের সন্তানদের ভাগ করেছে ভাই;
এবার বুঝি সেই সময় এলো
মিলেমিশে সংশোধন করতে হবে তাই।

২১শে অগ্রাহায়ন, ১৪৩১,
ইং ০৭/১২/২০২৪,
শনিবার রাত ১১:৫১। ২৫৮৫,২৩/১৮২,
১৬/১২/২০২৪।