বাঙালির আত্মা মাতৃভাষা
জাগায় আশা সবার মনে;
ওগো জন্মভূমি মাগো তুমি
স্বাধীন হলে কি কারণে?

ত্রিশ লক্ষ জীবন দিলাম
তোমার শৃংখল মুক্তির তরে;
এই দেশে আসবে শান্তি
আরও কত রক্ত দিলে পরে।

সরকারি সম্পদ লুট করে
আগুন লাগায় প্রতিবেশীর ঘরে
আর নিত্যদিনে খুন ধর্ষণ
ওই আলেম নামে ওরাই করে।

যাদের দেখছি আজ ক্ষমতায়
তারা পাকিস্তানের জয়গান গায়।
এরা বিদেশি দালাল, রাজাকার,
পুনঃ তোমায় শৃংখল পরাতে চায়।

এই বাংলা মোদের মাতৃভাষ
তুমি যে বাঙালির মা;
জীবন দিতে পারি আমরা
স্বাধীনতা হারাতে পারি না।

মায়ের ভাষায় কথা বলি
জগতে স্বীকৃত মিষ্টি-মধুর ভাষা
তোমার সুখে আমরা সুখী
রইল পুনঃ রক্ত দেওয়ার আশা।

১৫ই অগ্রাহায়ন, ১৪৩১,
ইং ০১/১২/২০২৪,
রবিবার সকাল ১০:২৫। ২৫৭১,২৩/১৬৯,
০২/১২/২০২৪।