বন্ধু মানেই খোলা আকাশ
দিল খুলে সবাই হাসো;
পাখা মেলে নীল আকাশে
এবার সবাই ভাসো।

আমরা যেন হারিয়ে না যাই
কালো মেঘের তোড়ে;
সবার সতর্ক থাকতেই হবে
যেন মাথা না যায় ঘুরে।

বন্ধু বিচ্ছেদ বড় কঠিন
যায় ভেঙে ঐ হৃদয়;
টিকে যাবে সারা জীবন
হোলে একটু সদয়।

হারিয়ে গেলে আর পাবে না
ওই জন্ম মৃত্যুর মত;
যতই কাঁদো যতই ডাকো
থাকবে যে যার মত।

১৪ই আষাঢ়, ১৪৩১,
ইং ২৯/০৬/২০২৪,
শনিবার সকাল ৮:৫৪। ২২৪১৬, ২১/১৭১
৩০/০৬/২০২৪।