বন্ধুর ভরসা বন্ধু হলে
ক্ষমতা দ্বিগুণ বেড়ে যায়;
কঠিন কাজ করতে গিয়ে
থাকে না আর ভয়।

বিপদ যদি এসেই পড়ে
দাঁড়াও তুমি বন্ধুর পাশে
কঠিন লড়াই করতে গিয়ে
এক আত্মায় মিলবে শেষে।

বন্ধু আত্মা, বন্ধু প্রাণ,
বন্ধুর সাথে ধর তান;
ছড়িয়ে দাও জগত জুড়ে
তোমাদের ওই প্রাণের গান।

১লা পৌষ,  ১৪৩১,
ইং ১৭/১২/২০২৪
মঙ্গলবার, বিকেল ৪:৪০। ২৫৯১,২৪/১০,
২১/১০/২০২৪।