ক্ষণিকে আশে ক্ষনিকে যায়
ক্ষণিকের তরে মিলন ঘটায়।
মেঘের আড়ালে সূর্য যেমন
চকিতে আলোর ছটা দেখায়।
জীবন পথেই দেখতে পাই
ফোঁটায়ে ফুল ঝড়ে যায়;
ওই সচল অচল হয়ে পড়ে
থাকে না আর কারো দায়।
বাঁধা বন্ধন ক্ষণিক তরে
ক্ষণিকে ক্ষণিকে যায় সরে;
এই জীব জড়র খেলাঘরে
পারেনা দেখতে দাঁড়ায়ে দূরে।
সবাই হেথায় চলছে ছুটে
এমন শক্তি কেন জোটে।
চলতে চলতে থেমে যায়
জর-জীবের এটাই ভয়।
২৩শে অগ্রহায়ণ,১৪৩০,
ইং ১০/১২/২০২৩,
রবিবার সন্ধ্যা ৭:৩৭। ২২১৭, ২০/১৩, ১৪/১২/২০২৩।