বানভাসি আজ আমরা সবাই
কেউবা ভাসে জলে
কেউবা রাজনীতির চোরা স্রোতে
দেখো ডুবছে অতলে।

কেউবা ভাসায় নিজেরে দেখো
কেউ গড়ে প্রতিরোধ;
আবার প্রকৃতির এই নিয়মধারায়
ওই নিচ্ছে প্রতিশোধ।

আজ যারে তুমি শত্রু ভাবলে
কাল সে মিত্র হবে;
কেন তবে এত করছো লড়াই
থাকতে টিকে ভবে?

ওই সত্য মিথ্যা, ভালো-মন্দ
যদি মিলেমিশে যায়;
তবেই হবে তাহা মৃত্যুর সমান
পারবে দিতে সায়?

ভালোর দৃষ্টি থাকে সত্যের দিকে
মন্দ মিথ্যা চায়;
আমাদের মানুষ হিসেবে নিতে হবে
ভালো মন্দের দায়।

৫ই আশ্বিন, ১৪৩১,
ইং ২২/০৯/২০২৪,
রবিবার বেলা ১১:৩৩।২৫১৯, ২২/১৯৫,
১১/১০/২০২৪।