বন্ধু হারা হয় যারা
যায় না বোঝানো তাঁদের;
আপন চেতনায় বুঝতে হবে
জীবনটা সেই বোধের।
কেউ রবে না সবাই যাবে
শুধু কষ্ট জীবদ্দশায়;
ভাবতে গেলে দুঃখ আসে
অকুলে নাও ভাসায়।
আপন যাদের বলতাম একদিন
সবাই চলে গেল;
সকল দুঃখ প্রাণে লয়ে
স্মৃতিই আসল হলো।
স্মৃতি সুখের স্মৃতি দুখের
ওই স্মৃতিই মূলধন;
যে কটা দিন বেঁচে থাকা
কাঁদায়ে কাঁদবে মন।
সান্তনা তো দূরের কথা
অশ্রু আসে চোখে
ঝাপসা দেখি ওই চারিধার
আপনজনদের শোকে।
বড়দিদির স্বামী চলে গেল
শ্রাদ্ধ ছিল আজ;
এটাই এই প্রকৃতির খেলা
সেই বিধাতার রাজ।
ভালো থাকো তুমি দিদি
বলাই শুধু সার;
দুঃখ আসবে দুঃখ যাবে
বলতো কে কার?
৬ই ফাল্গুন, ১৪৩০,
ইং ১৯/০২/২০২৪
সোমবার রাত ১২:১৪।
পরম শ্রদ্ধেয় জামাইবাবুর আজ ১৮/০২/২০২৪ শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল। ২২৮৪, ২০/১১৪, ২০/০২/২০২৪।