অবাক ভরা দেশটা মোদের সবাক করে দেয়
রাজনীতিতে ধর্ম এনে দেশের শাসন চালায়।
রাম হনুমান মোক্ষম দাওয়াই জনগণের কাছে
রাম রহিমের মুক্তি দিয়ে সরকার বেঁচে আছে।
মিথ্যা ডিগ্রি মিথ্যা জ্ঞান ওদের ধন সম্পদ
আগুন জ্বেলে শীতল করে ভাবনায় লম্পট।
ঘোলা জলে মাছ ধরাটা ওদেরই তো কাজ
তাই চলছে এই দেশে রাম রহিমের রাজ।
যেথায় অপরাধের শাস্তি শুধুই ফাঁসির দড়ি
প্যারোলি মুক্তি দিয়ে তারে ভোট কুড়াতে ঘুরি।
এমন দেশে কিইবা আশা আমরা করতে পারি?
গদিই মুখ্য শাসন সূক্ষ্ম জাত পাত কে ধরি।
জ্ঞানীরা আজ দূরে দাঁড়িয়ে রাজনীতি থেকে
কোন শান্তির আশা তাঁরা আছে নিয়ে বুকে?
অযোগ্যরা শাসন করে যোগ্য মানুষেরে
তাই দিনের আলো রাখছে ঘিরে গভীর অন্ধকারে।
১০ই অগ্রহায়ণ, ১৪৩০
ইং ২৭/১১/২০২৩,
সোমবার সকাল ৮টা। ২২০১, ১৯/২৫৩, ২৮/১১/২০২৩।