আমরা বাঙালি, আমরা বুদ্ধিমান
সনাতনী চেতনার এটাই যে দান।
এ কি দেখি?
অসংযত, অসঙ্গত, প্রাজ্ঞের আচরণ
শুধুই কি বাইরের প্রভাবের কারণ?
হায়!এ কোন জ্ঞানকে করছে বরণ?

সংশয়ে ভাবনারা জাগ্রত চেতনায়
চারিদিকে সুর তুলে তাই বলে যায়;
অসংসক্ত কর্মক্ষেত্র সমব্যথী আজ
এ কোন অবরোহ বাঙালির জীবনে
ছিল হেতা প্রত্যাশিত মনুষ্যত্বের রাজ।

চেতনায় হেনেছে আঘাত
তাই কি বিশ্বজুড়ে এত অশ্রু পাত ?
রাতের পৃথিবী করে অধিকার।
দাবি বারবার এই অন্যায় কার?

অজ্ঞ বিজ্ঞ সংযুক্ত এই ঘটনার সাথে
না হলে পারি তো না ছুটিতে ওই পথে।
মুনাফার গন্ধ যেথায় দেখি তথায়
অধি-রোহী উঠিতে চায় শীর্ষ চূড়ায়
ন্যায় অন্যায় ভুলে গিয়ে
অসংহত মৃত্যু ঘটায়।
এ নয় বাংলা ও বাঙালির কৃষ্টি
এবার হোক মানবতা ও মনুষ্যত্বের সৃষ্টি।

বলিবে এই বিশ্ব আবার শ্রেষ্ঠ বাঙালি
জাগিবে চেতনা পুনঃ হবে না কাঙ্গালী।
সুউচ্চে তুলে ধরো ঐতিহ্য আবার
হবে ধন্য মধুর ভাষা ও মা বাংলার।

৮ই ভাদ্র, ১৪৩১,
ইং ২৫/০৮/২০২৪,
রবিবার বেলা ১০:৫২। ২৪৭৭, ২২/১২১,
৩০/০৮/২০২৪।