সুচিন্তিত মন্তব্যে উদ্বেলিত প্রাণ
এটাই তোমার ভালবাসার দান।
ভিক্ষার ঝুলি হাতে নিয়ে
জীবন তরী চলছি বেয়ে।
ভাবনা যত আসবে মনে
ওই গভীরতা ততই টানে।
সীমার সীমা কোথায় পাবে?
অনন্তই যে আপন হবে।
আস্তিক নাস্তিক যেন দুই ভাই
বলতো তাঁদের কোথায় পাই?
জ্ঞান চেতনার পথটা অসীম
নাস্তিক বলে ওটাই যে ঋণ।
করতে শোধ এগিয়ে চলো
আস্তিক বলে পাবেনা আলো
অতীতের উপদেশ মেনে নিয়ে
মনে হয় নির্ঝঞ্ঝাট চলা ভালো।
আস্তিক বলে শেখানো বুলি
নাস্তিক দেয় দুয়ার খুলি।
ঝঞ্ঝার বেগে ছুটবে যে সে
আস্তিক বন্ধঘরে থাকবে বসে।
অন্ধ ঘরেই ঈশ্বর খোঁজে
আলোয় চোখ ঝলসায় যে।
নাস্তিক বল চাই বা না চাই
সময়েই হয় পরিবর্তন তাই।
চেষ্টা করলে, বুঝতে পারলে
ধারার ধারা অবশ্যই ফলে;
মনের ইচ্ছার ঐ বাস্তব রূপ।
কঠিন চেষ্টা যায় না জলে।
১২ই জৈষ্ঠ, ১৪৩১,
ইং ২৬/০৫/২০২৪,
রবিবার বিকেল৫:৪৮। ২৩৮১, ২১/৯৫
২৭/০৫/২০২৪।