সুশীল সমাজ ভেঙ্গে গেছে
ওই অশীলের চাপে;
পুনর্নির্মাণ হয়তো হবে
তাহা ধাপে ধাপে ।
ভাঙতে লাগে অল্প সময়
গড়তে সময় লাগে;
এক জীবনে হয় না তাহা
চাতক জল মাগে।
ওই সৃষ্টিটাকে বাঁচাতে গিয়ে
জীবন দেওয়া সহজ;
অনুরূপ সৃষ্টি করতে গেলে
ভাবতে হবে রোজ।
বিন্দু থেকে সিন্ধু হবে
একটু একটু করে;
পূর্ণ হলে সেই আধার
বিশাল মনে হবে।
কঠিন শ্রমের সৃষ্টি অতীত
সহজলভ্য নয়;
হারিয়ে গেলে একবার তাহা
পাওয়াই হবে দায়।
ভালোর সাথে মন্দ থাক
অভিজ্ঞতার ফল;
তবেই আমরা পারবো বুঝতে
ওই সৃষ্টির কৌশল।
১লা শ্রাবন,১৪৩১
ইং ১৭/০৭/২০২৪,
বুধবার সকাল ১০:১৬। ২৪৩৪, ২২/২৪,
১৮/০৭/২০২৪।