বলছে সামাল সামাল বেসামাল সব
আসছে ছুটে ওই শেষের দিনের ঝড়।
তৈরি হও তৈরি হও উঠছে শোন রব
বলছে সামাল সামাল বেসামাল সব।
উপায় নাই উপায় নাই ওঠো ছেড়ে তপ
শিঙার আওয়াজ ওই করছে কড়কড়;
বলছে সামাল-শামাল বেসামাল সব
আসছে ছুটে ওই শেষের দিনের ঝড়।
১৯ শে কার্তিক,১৪৩০,
ইং ০৬/১১/২০২৩,
সোমবার দুপুর ১২:৫০। ২১৮৩, ১৯/২২৫, ১০/১১/২০২৩।