অনার্য্য হয়ে আর্য্যর কথা
ওই ভাবে যারা;
আপন পর করে দিয়ে
দূরে সরে তারা।

মনুবাদ সেই প্রাচীন ভাবনা
আধুনিকতার ছোঁয়া নাই;
তবু কেন ঐ প্রাচীনের সাথে
আমরা সম্পর্ক পাতাই।

আর্য যারা এদেশের নয়
মধ্য এশিয়ার লোক;
অনুপ্রবেশ করে পর দেশে
করছে তারা ভোগ।

দয়া মায়া নাই যে তাদের
শুধু ভোগ দখল চায়;
তাদের সাথে সুর মিলিয়ে
সারবে তোমার দায়?

দেশের মানুষ রাক্ষস হল
দেবতা হলো তারা;
পরদেশ দখল করে আজ
ক্ষমতায় বসে যারা।

মনুবাদের সেই সংকীর্ণতা
ছড়িয়ে দিয়ে দেশে;
আর ওই মধুটুকু খেতে চায়
জোঁকের মত চুষে।

প্রকৃতির ধারা মানতে চায় না
বর্বর পশুর দল;
প্রচার মাধ্যম সম্বল তাদের
আহা কি আজব কল!

সকল মিথ্যাকে সত্য বানায়
শুধুই গোষ্ঠী স্বার্থে;
যাকে গোওয়েবেলের সূত্র বলি
আমরা এই মর্তে।

তাই পুরাতনকে তুলে এনে
হচ্ছে আধুনিকের বিদায়;
দেখি স্বার্থান্বেষীর ধান্দাবাজি
কেমন হতে পারে নির্দয়।

২৩শে চৈত্র, ১৪৩১,
ইং ০৬/০৪/২০২৫,
রবিবার রাত ১১:৪২ ২৬৯৬,
২৫/৬৯, ০৭/০৪/২০২৫।