ক্ষমা করা সহজ বটে
ক্ষমার ফলটা কঠিন;
অপরাধীকে ক্ষমা করলে
আসবে ভবিষ্যতে দুর্দিন।
অপরাধের পর অপরাধ বাড়বে
অসুস্থ হবে সমাজ;
হবে দুর্বৃত্তদের স্বর্গ রাজ্য
বলি নরাধমের রাজ।
মানুষের জন্য জীবন দিল
যীশু ক্রুশ-বিদ্ধ হয়ে;
সেই অপরাধ আজও বেঁচে
আর মরছে মানুষ ভয়ে।
দেখো চারিপাশে হানাহানি
শান্তি আসবে কবে?
দুষ্কৃতির রাজ খতম হলেই
সুখে মানুষ রবে।
৯ই পৌষ, ১৪৩১,
ইং ২৫/১২/২০২৪,
বুধবার দুপুর ৪:১৩। ২৫৯৫, ২৪/২৯,
২৬/১২/২০২৪।