বাবুই যদি পারে বাঁধতে
এমন সুন্দর ঘর;
মানুষ কেন পারবে না বলো
আপন করতে পর?

ওই মনুষ্যত্বহীন মানুষ যারা
পশুর চরিত্র ধরে;
তারাই শুধু এই জগতে
আপন পর করে।

দ্বিধা, দ্বন্দ্ব, হিংসা, দ্বেষ
ধর্মে ধর্মে আনে বিভেদ;
প্রাণের বন্ধু পর হয়ে যায়
সম্পর্কের হয় বিচ্ছেদ।

লাভের চাইতে ক্ষতি বেশি
আর বুঝবো আমারা কবে?
আপনজন সব হারিয়ে যাবে
ভবে থাকবো একাই পড়ে।

২৫শে জৈষ্ঠ, ১৪৩১,
ইং ০৮/০৬/২০২৪,
শনিবার রাত ১২:২৩।২৪০৬,২১/১২০,
২১/০৬/২০২৪।