অন্যায়ের বিচার হবেই হবে
শুধু সময়ের অপেক্ষায়;
আজ যাদের অপরাধী বললে
হবে কি তোমার সহায়?
তোমার অপরাধ ক্ষমার অযোগ্য
বিচার করবে কে?
আজকের অপরাধী ক্ষমতায় এলে
ভাগ্য ফিরবে রে!
জেনে রেখো "এই দিন দিন নয়
দিন আছে পিছে;
আজকের দিনটা ঠেলে নেবে
সেই দিনটার কাছে"।
এত অন্যায় সইবে না আর
ন্যায় আছে তাকিয়ে;
ঘাড় যখন ধরবে চেপে
তখন উঠবে হাঁপিয়ে।
সময়টা আর নাই যে দূরে
সন্ধ্যা বুঝি এলো;
সকাল বেলায় ভেবেছিলে
দিনটা যাবে ভালো।
ভালোর পরে মন্দ আসে
জেনে রাখো তুমি;
ওই পরের ধনে পোদ্দারিটা
হবেনা তাতে ধনী।
আজকের হাসি হলে বাসি
প্রাণে কষ্ট আসে;
ওই বালির ঘর ভেঙে যাবে
খেলছো জুয়া তাসে।
৭ ই চৈত্র, ১৪৩০,
ইং ২১/০৩/২০২৪,
বৃহস্পতিবার রাত ৭:৫৫। ২৩১৫, ২০/১৬০, ২২/০৩/২০২৪।