ওই- যে আঘাত করে
যায় না ভোলা তারে
আর যে শান্ত শীতল
সে থাকে যে অন্তরে।

মসৃণ পথ যায় ভুলে যায়
কোন দাগ কাটে না মনে;
চলার পথে বাধা এলে
তা মনে পরে ক্ষণে ক্ষণে।

কষ্টের স্মৃতি কঠিন হয়
ভুলবে কেমন করে;
সুখের স্মৃতি মনে পড়ে
শুধুই কষ্ট এলে পরে।

কষ্ট শেখায় অভিজ্ঞতায়
হয় জীবনসঙ্গী তাহা;
ভবিষ্যতের পথ নির্দেশিকা
অন্তরের ধন যাহা।

১৯শে জৈষ্ঠ ১৪৩১;
ইং ০৩/০৬/২০২৪,
রবিবার দুপুর ১২:৪১।২৩৮৮, ২১/১১১
০৩/০৬/২০২৪।