পৌষ শেষে মাঘ এলো
ক্রমে কিছু পরিবর্তন হলো।
কাল চলে কালের মত
সবাই থাকে ব্যক্তিস্বার্থে রত।
জ্ঞানের আলো যায় না দেখা
অন্ধকারেই রইল ঢাকা।
ধর্ম রাখে বোকা করে
দেখেও মানুষ শেখেনারে।
৩রা মাঘ, ১৪৩০,
ইং ১৮/০১/২০২৪,
বৃহস্পতিবার বেলা ১১:০৯। ২২৫২, ২০/৬৮, ১৯/০১/২০২৪।