ওই অন্ধকারে ব্রহ্মবাদ
আলোয় থাকে দর্শন;
সত্য সে যে দিনের আলো
আর ব্রহ্মবাদে শোষণ।
না দেখাকে বিশ্বাস করা
মনের শান্তি বিষে;
ভাবনার কষ্ট রহিত হয়
স্রোতের জলে মিশে।
দীনভিক্ষারী ভিক্ষা করে
কিছু পাবার আশায়;
ওই শ্রমবিহীন বসে থেকে
জোয়ারে গা ভাসায়।
কষ্ট ছাড়া লাভের অংশ
সর্বদাই মূল্যহীন লাগে;
বিবেক বিচার তাহা থেকে
ওই চেতনায় জাগে।
ব্রহ্মবাদের ভাবনা চিন্তা
প্রমাণ ছাড়া বিশ্বাস;
দেহের সাথে তুলনা করি
হয় কষ্ট নিতে নিঃশ্বাস।
সত্য সে তো বাস্তব জানি
মিথ্যারা সব অলিক;
ভুতের গল্পে ভয়ের আবেশ
সত্য দেখায় দিক।
১৪ই চৈত্র, ১৪৩০,
ইং ২৮/০৩/২০২৪,
বৃহস্পতিবার সকাল ৮:৪৫।২৩২৩,২০/১৭৮, ৩০/০৩/২০২৪।