শিবের যদি হয় বারো হাত
তবে দুর্গার কেন দশ?
হিন্দুর দেবতারা কি পাগল ছাগল
ওই তাতেই আমরা বশ?

চলছে ব্রহ্মবাদের এমন খেলা
থাকে দেবতারা অন্ধকারে;
তাই অন্ধ বুঝি সেই হিন্দু বিশ্বাস
ওই ভাওতাবাজি করে।

আর কতকাল চলবে এমন
তীর্থ তীর্থ করে;
হবে শত সহস্র অর্থ খরচ
পূজবে নানান উপচারে।

মানুষ হয়ে সেই চেতনা বোধ
আর কি জাগবে না?
পড়াশুনা করে জ্ঞানের আলো
বুঝি মানুষ পাবেনা?

ওহো! হায়রে ধর্ম হায়রে ত্রাস
কষ্ট যে হয় নিতে নিঃশ্বাস;
এই তমসা ঘন গভীর আঁধার
যাবে কেটে, হয় কি বিশ্বাস?

জ্ঞানের চেতনা না ফিরলে হেথা
পাবে না মুক্তি যথা তথা;
মনুসংহিতার ওই কঠিন বাঁধনে
সারাটা জীবন রইবে বাঁধা।

১০ই আষাঢ়, ১৪৩১,
ইং ২৫/০৬/২০২৪,
মঙ্গলবার বেলা ১১:৪২। ২৪১২,২১/১৬১,
২৬/০৬/২০২৪।