বিকেল বেলায় সৌম্য আলোয়
প্রকৃতির মাঝে একা বসে;
ভাবছি আমি আপন মনে
বলছি কথা নিজের সনে।
যাহা পেলাম সবই দিলাম
আর শূন্য হাত আমি হলাম;
ভারমুক্ত এই জগত মাঝে
আমি এবার ছুটি নিলাম।
ঐ হালকা হওয়ার আনন্দটাই
আজ হৃদয় দিয়ে বুঝতে চাই;
উজাড় করে সকল দিয়ে
কোথায় আমার মিলবে ঠাঁই?
সম্মুখে ওই অনন্ত পথ
ভাবনার বুঝি শেষ নাই;
অনন্ত সেকি অনন্তই রবে?
তাই অন্ধকারে আলো চাই।
২৫শে জৈষ্ঠ, ১৪৩১,
ইং ০৮/০৬/২০২৪,
শনিবার বেলা ১:০৭। ২৩৯৪, ২১/১১৯,
০৯/০৬/২০২৪।