আমরা মানুষ, নই স্বর্গচ্যুত দেবদুত
আদি থেকে চলেছি উন্নয়নশীল সভ্যতার রথে
বন্য জীবন ছেড়ে গৃহকোণে ভালোবাসায় মেখে
অতীত থেকে ওই সেই ভবিষ্যতের পথে।

অনন্ত চলার পথ নিয়ে নানান মত
আদি থেকে অন্তে হতে হবে সুৎ।
মুহূর্তে মুহূর্তে হবে নতুনের আবির্ভাব
কোন স্তরেই মিলিবে না সব।

যতই এগিয়ে যাবে শুধুই অবাক হবে
বিস্ময়ে বিস্ময়ে কেবলই নতুন পাবে।
অতীতে পেয়েছি ওই মাটির পাত্র
পরিণত হয়েছে ক্রমে সোনার গাত্র।

আরো কত কি যে রয়েছে সম্মুখে
মিলিবে তাহা জীবনে নানা সুখ দুখে।
আজই নয় শেষ বাকী আছে অবশেষ
কাঁপে হিয়া নিয়ে চেতনার আবেশ।

আব্রহ্ম যদিও বাঁধা কোনো আবেষ্টনে
তবুও আবিষ্ট রবে প্রতি ক্ষণে ক্ষণে।
আবাসিক জীবন যেন মনি মুক্তা রতন
সীমিত সীমানায় থাকে আবহের মতন।

১১ই ভাদ্র, ১৪৩১,
ইং ২৮/০৮/২০২৪,
বুধবার বিকেল ৪;০৪। ২৪৭৬, ২২/১৩৫,
২৯/০৮/২০২৪।