সুচিন্তিত মন্তব্যে দাগ কেটে যায়
প্রাণ ভরে সেই ভালোবাসায়;
আমরা বাঙালি ভাষা বাংলা
চাইনা আমাদের অন্য পরিচয়।
মায়ের মুখের ভাষা জাগায় আশা
আমরা বাঙালি ভেবেই মেটে তৃষা;
মহান প্রাণ ওই আমাদের অগ্রদূত
কঠিন চলার পথে দিয়েছেন দিশা।
যেন ভুলে না যাই আমরা সবাই
আমৃত্যু হৃদয়ে রাখবো ধরে বাংলাকে;
জন্মেই মায়ের বুকে করেছি খেলা
বিশ্বের কাছে ধরবো তুলে বাংলা মাকে।
আপনজনদের সম্বোধনে আমরা তাই
অন্য ভাষা ব্যবহারে যেন না যাই।
মায়ের ভাষার এই যে খনি
ধন্য আমরা সেই ধনে ধনী।
৩০শে জৈষ্ঠ,১৪৩১,
ইং ১৩/০৬/২০২৪,
বৃহস্পতিবার বিকেল ৫:২১।২৩৯৯,২১/১২৭
১৪/০৬/২০২৪।