আমাতে-ই আমি থাকি
তোমাতে তো নয়;
ব্যক্তি স্বার্থ ফেলে যেতে
লাগে বড় ভয়।
আশা ছাড়া বাসা বাঁধা
কয়জন পারে?
নিজেরে বাহিরে রেখে
পর রাখে ঘরে?
আমার আমি তো নই
আমি যে সবার;
ওই হৃদয়ের অন্তস্থলে
পায় ঠাঁই চেতনার।
খুঁজি নাই সময় কালে
খুঁজে পাই সন্ধ্যায়;
আঁধার এসে ঘিরে ধরে
পরিণতি বন্ধায়।
ওই ফলহীন এই গাছ
সবুজ পাতায় ঘেরা;
আপনারে তুলে ধরে
দিয়ে চারিধারে বেড়া।
দেখে মানুষ বলে যায়
নিষ্ফলা গাছ;
তবুও লাগে না দেখি
অপমানের আঁচ।
১৮ই চৈত্র, ১৪৩১,
ইং ০১/০৪/২০২৫,
রবিবার বিকেল ৪:৪৯। ২৬৯১,
২৫/৬১, ০২/০৪/২০২৫।