পশুর মধ্যে মানুষ শ্রেষ্ঠ
আমরা যে ওদেরই বংশ;
নিজেদের হাতের তৈরি ফাঁদে
কেমন সুন্দর হচ্ছি ধ্বংস!!
কেমনে আমরা হলাম মানুষ
নাই মোদের মান আর হুশ;
তাইতো হলাম পশুর অংশ
বেহুশ হয়েই থাকি খুশ।
মানুষ হয়ে মানুষ মারি
কেমনে মোদের মানুষ বলি?
পশুর মতো ব্যক্তি স্বার্থে
মায়ের কোল খালি করি।
জগত জুড়ে শিশুর কান্না
পৌঁছায় না তো কানে;
রক্ত হোলির খেলায় মেতে
ওই জগত ভাসাই বানে।
জগৎ জুড়ে সকল মা
মানুষ শিশুর জন্ম দেয়;
তারাই আবার কেমন করে
হিংস্র অমানুষ পশু হয়?
তাইতো বলি ওগো মা
আর পশুর জন্ম দিও না;
যাক হয়ে যাক সকল ধ্বংস
এই মানুষরূপী পশুর বংশ।
থাকুক বিশ্ব শান্তি সুখে
মরুক তারা পরম দুঃখে;
হোক ওদের সেই শাস্তি
কেমন লাগে পেশীর মস্তি।
৩রা অগ্রহায়ণ,১৪৩০,
ইং ২০/১১/২০২৩:
সোমবার রাত ১২:৫০। ২১৯৫, ১৯/২৫০, ২৩/১১/২০২৩।