অমরত্বের অমৃত কোথায় পাবে ভাই
সৎ ভাবনা, সৎ কর্ম, তাহাই যে তাই।
জ্ঞান বিদ্যা সাধনার ধন বোঝে কয়জনা
আপনারে জ্ঞানী বলে তারা ক্ষুদ্র প্রাণা।
অনন্ত বিশ্ব জগত অনন্ত তার ধারা
জ্ঞানী বলি তাঁদেরকেই খোঁজে তাহা যারা।
অল্প বিদ্যা ভয়ংকরী প্রবাদে তাই বলে
কলিযুগে চারিদিকে তাহাই আজ চলে।
আমার ভাবনা সবার বড় তাহা সত্য নয়
সত্যকে খুঁজিতে যেন আমরা না পাই ভয়।
সত্য খোঁজা কষ্টসাধ্য তাহা যারা পারে
দর্শনের দার্শনিক তাঁরা থাকে সবার অন্তরে।
১০ই পৌষ,১৪৩৯,
ইং ২৭/১২/২০২৩,
বুধবার সকাল ১০:০৭।২২৩৩, ২০/৩৬, ৩০/১২/২০২৩।