অমরত্ব লাভে অমৃত লাগেনা
সৎকর্মই পারে তাহা;
ভূত ভবিষ্যৎ নিয়ে যারা ভাবে
বর্তমানে বলে আহা!
কর্ম কে ছেড়ে অকর্মকে ধরে
অভীষ্ট মিলে নাই;
ওই ব্যক্তি পূজা অনন্ত ভুজা
সীমানা কোথায় পাই?
আপনা ছাড়ি দিতে হবে পাড়ি
সার্বিক মঙ্গল কামনায়;
ভালো হবে সব আপন উদ্ভব
জটিলতা রবেনা তায়।
নিজেরে নিয়ে ভাবে না যারা
তাঁরাই মহান হয়;
সংকীর্ণতার উর্ধ্বে উঠে তাঁরা
বিশ্ব করেছে জয়।
১০ই মাঘ, ১৪৩০,
ইং ২৫/০১/২০২৪,
বৃহস্পতিবার সকাল ১০:৫২। ২২৭৪, ২০/৮৩, ১০/০২/২০২৪।