বাংলা আমার রূপসী বাংলা
রূপের নাই শেষ;
যেদিকে তাকাই দেখিবারে পাই
অপরূপ তাঁর রেশ।
বৈশাখ, জৈষ্ঠ আসার, শ্রাবণ,
বারো মাসের খেলা;
ঋতু গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত,
শীত, বসন্তের মেলা।
নদীমাতৃক এই বাংলা আমার
সবুজে ঘেরা দেশ;
সোনার ফসলে থাকে ভরা মাঠ
নয়তো কাঙাল বেশ।
নদী পুকুরে মাছ ভরা থাকে
গোয়াল ভরা গরু;
মাছে ভাতে দুধে মিলেমিশে
আনন্দে জীবন তরু।
১লা চৈত্র, ১৪৩০,
ইং ১৫/০৩/২০২৪,
শুক্রবার সকাল ৮:২৭। ২৩০৯, ২০/১৪৩, ১৬/০৩/২০২৪।