পঁচিশের সবুজ "কিটস" যখন হরিদ্রা হল
আর পৃথিবী থেকে ঝরে গেল,
রেখে গেল ব্রাউন এর প্রতি অমর
একরাশ ভালোবাসা। আমরা আজও
স্মরণ করি ব্যথা নিয়ে ওই নবীন
ঊষার সুবাসে ভেসে প্রাণে নিয়ে
কত আশা। অন্তর থেকে ওঠে একটাই ধ্বনি
শুধু ভালোবাসা, ভালোবাসা!!
প্রেম আসে দুঃখকে ধরে
দেখতে পাই অতীত থেকে বর্তমানে।
ভালোবেসে কষ্ট আসে, আসে চোখে জল
দুঃখ নিয়ে যেতে হয় চলে আঁখি টলমল।
পঁচিশ বৎসরে কিটস, ত্রিশ বৎসরে শেলী
এই ছোট্ট সময় দুইজনই হল বিধাতার বলি।
প্রেমের দেবতা হারায়ে যাবে ক্ষণিকের মাঝে
দুর্বৃত্তরা বেঁচে রবে ব্যক্তি স্বার্থে নিজেদের কাজে।
পি বি শেলীর একটা উদ্ধৃতি দিতে ইচ্ছে করছে।
ছোট সময় আমার এক দাদা এই লাইন কয়েকটা বলেছিল
"আই হ্যাভ টেস্টেড অল দ্যা ফ্লাওয়ার্স অফ ইংল্যান্ড
এক্সেপ্ট মাই মাদার এন্ড কুইন মেরি, আই হ্যাভ্ কনক্লুডেড
দ্যাট হেভেন লাইস বিটুইন দে টু থাইস অফ এ ইয়ং লেডি"।
সাধারনের কাছে খারাপ লাগলেও
একজন চেতনশীল মানবিক মানুষের কাছে
এই বক্তব্যের মূল্য আসীম।
১৯শে কার্তিক, ১৪৩০,
ইং ০৬/১১/২০২৩,
সোমবার সকাল ১০:৪৩। ২১৮১, ১৯/২২৩, ০৮/১১/২০২৩।