ছোট্ট বেলায় বাবার সাথে
সেই বেঁধেছিল ঘর;
কত দুঃখ কষ্ট যাতনা সয়ে
আপন করেছিল পর।
সংসার স্বপ্নে বিভোর ছিল
ব্যথা বেদনা ভুলে;
আর আমাদের মত সন্তানদের
তুলে নিয়েছিল কোলে।
কি পেয়েছি? কি দিয়েছি?
হিসাব কষি নাই;
বাবার আদর মায়ের সোহাগ
পেয়েছি তবু তাই।
আল্লাহ ঈশ্বর সবাই খোঁজে
ফেলে রক্ত-মাংসের মা;
যারে ছাড়া এই জগতে
ঠাঁই মিলতো না।
সেই মাকে করি না পূজা
মাটির মূর্তি বড়?
দুঃখের দিনে আপন মনে
মায়ের মূর্তি গড়।
নাড়ির বাঁধন যায়না ছেড়া
মা যে কতখানি;
মা কাছে না থাকলে পরে
হয় জানাজানি।
১৪ই কার্তিক, ১৪৩১,
ইং ৩১/১০/২০২৪,
বৃহস্পতিবার রাত ১০:২৫। ২৫৪০, ২৩/৯১
০১/১১/২০২৪।